ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫৫ লাখ টিকাগ্রহণকারীর মধ্যে উপসর্গ ৯৩৯ জনের
Published : Monday, 5 April, 2021 at 7:33 PM
৫৫ লাখ টিকাগ্রহণকারীর মধ্যে উপসর্গ ৯৩৯ জনের করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ হাজার ৩২২ জন টিকা নিয়েছেন।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন। এদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।

সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৬৯৮ ও নারী ১৭ হাজার ৬২৪ জন। এদের মধ্যে টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন মাত্র একজন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন একজন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ হাজার ৩৬৯ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ৩৯৫ জন, চট্টগ্রাম বিভাগে সাত হাজার ৪৬৬ জন, রাজশাহীতে ছয় হাজার ৯৫ জন, রংপুর বিভাগে চার হাজার ৪৬৮ জন, খুলনা বিভাগে এক হাজার ৬০০ জন, বরিশাল বিভাগে এক হাজার ১১০ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৮১৯ জন রয়েছেন।

এছাড়া এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ ও নারী ২১ লাখ তিন হাজার ৭৯৩ জন।

টিকাগ্রহণের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮ জন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।