তিতাসে বাড়ির জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-৩ বসত ঘর ভাংচুর
কবির হোসেন
Published : Tuesday, 6 April, 2021 at 7:12 PM
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ির জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহতসহ বসত ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কলেজ মেডিকেল প্রেরণ করেছে।ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর আনুমানিক ৩টায় উপজেলার শাহপুর গ্রামে। আহতরা হলো মহিউদ্দিন (২৮), আলেহা(৩৫)ও বিলকিস(৫৫)। এ বিষয়ে প্রথম পক্ষের খাদিজা আক্তার বলেন আজ ১৮ মাস ধরে প্রতিবেশী রশিদ মিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে আমাদের মতবিরোধ চলে আসছে এবং কোর্টে মামলা বিচারাধীন আছে এবং ২৫ মার্চ মামলার শুনানির তারিখ। কিন্তু রশিদ মিয়া এর আগেই জোর পূর্বক ইমারত নির্মাণের চেষ্টা করে গতকাল রবিবার পুলিশ বাধা দিয়ে গেলেও পূনরায় আবার আজকে এসে কাজ শুরু করলে এতে আমরা বাধা দিলে আমাদের হামলা করে মারধর করে। অপরদিকে দ্বিতীয় পক্ষের রশিদ মিয়া বলেন আমি তিনবার আদালতের রায় পেয়েছি তার পরও তারা আমাকে বাড়ির কাজ করতে বাধা দেয়। আজ আমি বাড়িতে ছিলাম না,আমার অনুপস্থিতিতে মহিলাদের উপর হামলা করে এবং আমার বসত ঘর ভাংচুর করেছে। এঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।