ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কৌতিনিয়োর মৌসুম শেষ
Published : Wednesday, 7 April, 2021 at 12:00 AM
হাঁটুর প্রথম অস্ত্রোপচারের পর তিন মাস মাঠের বাইরে ছিলেন ফিলিপ্পে কৌতিনিয়ো। বার্সেলোনার এই মিডফিল্ডারকে দ্বিতীয়বার ছুরি কাঁচির নিচে যেতে হয়েছে। তাই সুস্থ হতে আরও সময় লাগবে। তাতে বাকি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিলিয়ানের।
গত মৌসুম বায়ার্ন মিউনিখে ধারে খেলে এবার ন্যু ক্যাম্পে ফিরেছিলেন কৌতিনিয়ো। রোনাল্ড কোমানের অধীনে দলে নিয়মিত ছিলেন তিনি। ইনজুরিতে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ খেলে গোল ৩টি, বানিয়েছেন দুটি। গুরুতর হাঁটুর ইনজুরিতে ডিসেম্বর থেকে আর খেলা হয়নি তার। পরের মাসে অস্ত্রোপচার করা সাবেক লিভারপুল মিডফিল্ডারের।
এই মৌসুমে ঘরোয়া ডাবল শিরোপার মিশনে কৌতিনিয়োর ফেরার আশা ছিল। কিন্তু কাব নিশ্চিত করলো আরেকটি অস্ত্রোপচার করাতে হয়েছে তার। বার্সা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ২৮ বছর বয়সী মিডফিল্ডারের মৌসুম শেষ হয়ে গেছে।
এরই মধ্যে সব মিলিয়ে ৩৩ ম্যাচ খেলতে পারেননি কৌতিনিয়ো। মৌসুম শেষ হওয়ার আগে বার্সার হাতে আছে আর ১০ ম্যাচ, কোপা দেল রে ফাইনালসহ লা লিগার ৯টি খেলা। জানা গেছে, ১৩ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় ব্রাজিলের হয়েও তার খেলা অনিশ্চিত।