লোহিত সাগরে স্যাভিজ নামে ইরানের একটি কার্গো জাহাজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ‘গত কয়েক বছর ধরে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করছিল। মূলত সমুদ্রে জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন রেখেছিল তেহরান।’
জানা যায়, এই জাহাজটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। লোহিত সাগরের ইরিত্রিয়া উপকূলের কাছে জাহাজটিতে হামলা করা হয়। সূত্র: আল-জাজিরা/ জেরুজালেম পোস্ট।