ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার চতুর্থ দফার প্রচারের শেষ দিন। তাই শেষ দিনের প্রচারে ঝড় তুলতে তৈরি তৃণমূল-বিজেপি দুই শিবির। আর সেই দিনেই প্রথমবারের জন্য কলকাতায় বিজেপি-র হয়ে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী।
অন্য দিকে, তৃণমূলের হয়ে হাওড়া শিল্পাঞ্চলে প্রচার চালাবেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। বিজেপি-তে যোগদানের পর গ্রামাঞ্চলে প্রচার চালালেও মিঠুন কখনও কলকাতায় প্রচারে আসেননি। এই প্রথমবার বেহালা থেকে নিজের প্রচার কর্মসূচি শুরু করবেন তিনি।
বিজেপি-কে প্রচারের ময়দান খোলা ছাড়তে নারাজ তৃণমূল শিবির। তাই আরও চার দিন জয়াকে প্রচারে ধরে রাখছে তারা। বুধবার রাতে এক বিবৃতি প্রকাশ করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, প্রথমে দু-তিনদিন প্রচার করার কথা বললেও আরও চার দিন তৃণমূলের হয়ে প্রচার চালাবেন জয়া।