মা, বাবা, বোন আর নানীর পাশে জায়গা হলো না দুই ভাইয়ের। পাশাপাশি চারটি কবর খোঁড়ার পর পঞ্চম এবং ষষ্ঠ কবর খোঁড়ার সময় সেগুলো পানিতে ভরে যায়। এ অবস্থায় কিছু দূরে উপযুক্ত জায়গা খুঁজে সেখানেই দাফন করা হয় তানভির তৌহিদ এবং তার ছোট ভাই ফারহান তৌহিদকে। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ডালাস সিটি সংলগ্ন এলেন সিটির অদূরে ডেন্টন মুসলিম গোরস্থানে বৃহস্পতিবার বিকালে দাফন করা হয় তৌহিদ পরিবারের পরিবারের ৬ সদস্যকে।
শোকে স্তব্ধ বাঙালি কমিউনিটির সঙ্গে জানাজা এবং দাফনে স্থানীয় বাসিন্দারাও সামিল হন। এলেন ইসলামিক সেন্টারে ৬ জনের জানাজা শেষে কফিনবাহী গাড়িকে স্কর্ট করে গোরস্থান পর্যন্ত নিয়ে যায় এলেন সিটির পুলিশ।
ওয়াশিংটন ডিসি থেকে তৌহিদ পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। তিনি মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং স্বজনের প্রতি সহমর্মিতা জানান।