লাকসামে করোনায় বৃদ্ধার মৃত্যু
Published : Friday, 9 April, 2021 at 12:00 AM
ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে স্থানীয় একটি প্রাইভেট কিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত আয়েশা খাতুন (৮৬) পৌরশহরের মিশ্রী গ্রামের বাসিন্দা।
কিনিকের দায়িত্বশীল চিকিৎসক জানান, বুধবার (৭ এপ্রিল) ওই বৃদ্ধার প্রচন্ড শ্বাসকষ্ট ও অস্থিরতা দেখা দিলে তার স্বজনরা হাসপাতালে ভর্তি করেন। তাৎনিক তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মর্ডান হাসপাতালে প্রেরণ করা হয়। নমুনা রিপোর্ট আসার আগেই বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। রাতেই ওই বৃদ্ধার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে স্বাস্থ্যবিধি মেনে বৃদ্ধা আয়েশা খাতুনের মরদেহ দাফন করা হয়।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম করোনায় ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ থেকে রা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে থাকুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোগীদের সর্বোচ্চ আন্তরিকতাপুর্ণ সেবা দিতে প্রস্তুত বলে তিনি জানান।