নিখোঁজের ১৫ বছর পর স্বজনদের কাছে ফিরতে চান নাঙ্গলকোটের শারমিন
Published : Friday, 9 April, 2021 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক: ১৫ বছর আগের ঘটনা। তখন শিশু শারমিনের বয়স ৫/৬ বছর। তার চাচা ঢাকায় একটি বাসায় কাজের জন্য দিয়ে আসে। ওই বাসায় গৃহকত্রীর নির্মম নির্যাতনের শিকার হয়ে পাশের বাসার রুমা নামক কাজের মেয়ের সহযোগিতায় অন্যত্র কাজ নিয়ে চলে যায়। সেই থেকে নিখোঁজ শারমিন। তার পরিবার অনেক খোঁজাখুজি করলেও সন্ধান মিলেনি। ধীরে ধীরে শারমিন বড় থেকে থাকে। মা-বাবা ও স্বজনদের কাছে ফিরে যাওয়ার প্রবল আকাঙ্খা জাগতে থাকে।
হারিয়ে যাওয়া শারমিন ১৫ বছর পর নিজেই জানালেন তার অবস্থান। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ‘আপন ঠিকানা’ নামক একটি ইউটিউব চ্যানেলে তিনি সাাতকার দেন। ওই সাক্ষাতকারে তিনি হারিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরে বলেন, ‘আমার নাম শারমিন, বয়স আনুমানিক ১৮/১৯ বছর। বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। গ্রাম, পোস্ট অফিস অথবা ইউনিয়নের নাম মনে নেই। বাবার নাম আবদুস সালাম, মায়ের নাম আমেনা বেগম। আমরা দুই ভাই ও দুই বোন। ভাইদের নাম ফরহাদ ও রাসেল। বড় বোনের নাম সালমা আক্তার’।
শারমিন আরো জানান, ‘বাবা-মায়ের কথা মনেই হলে কান্না আসে। আমি বাবা-মা, ভাই-বোনদের দেখতে চাই। তাদের কাছে ফিরে যেতে চাই’।
শারমিনের ভিডিও ফুটেজটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা গ্রামে তার বাড়ি বলে নিশ্চিত হওয়া যায়।
শারমিনের বাবা আবদুস সালাম ও মা আমেনা বেগম ভিডিওটি দেখে মেয়েকে শনাক্ত করেন। ১৫ বছর পর হারিয়ে যাওয়া মেয়ের খোঁজ পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আজ/কালকের মধ্যে শারমিনকে ঢাকা থেকে নিয়ে আসবেন বলে জানান।
পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার জানান, শারমিনের ভিডিও ফুটেজ দেখে তার বাড়ি আমার ইউনিয়নে বলে নিশ্চিত হয়েছি। তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য যে কোন ধরনের সহযোগিতা করতে চাই।