ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোটকেন্দ্রে জনতার রোষানলে স্টার জলসার সেই অভিনেতা
Published : Sunday, 11 April, 2021 at 12:30 PM
ভোটকেন্দ্রে জনতার রোষানলে স্টার জলসার সেই অভিনেতা পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে জনতার রোষানলে পড়েছেন স্টার জলসার অভিনেতা ও বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। রোববার সকালে চণ্ডীতলায় এ ঘটনা ঘটে। যশকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে স্থানীয়রা। বিজেপির দাবি, তৃণমূল মানুষকে উসকানি দিয়ে এ কাণ্ড ঘটিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ অভিনেতা যশ দাশগুপ্ত ব্যাপক আলোচনায় আসেন। ওই সিরিয়ালে তার বিপরীতে ছিলেন মধুমিতা মধুমিতা সরকার যিনি ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় ব্যাপক আলোচনায় এসেছিলেন।

খবরে বলা হয়, বিজেপিপ্রার্থী অভিনেতা যশ ভোটকেন্দ্রে পৌঁছতেই মুহূর্তের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে যায়। যশকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে আরম্ভ করেন স্থানীয়রা।

বিজেপির দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকরাই বিক্ষোভ প্রদর্শন করছিল। তবে পরে পরিস্থিতি আয়ত্তে আসে।
এ ব্যাপারে বিজেপি প্রার্থী যশের দাবি, জাল ভোট ধরে ফেলাতেই এ বিক্ষোভ।

অভিনেতা যশ আরও বলেন, ‘ভোটগ্রহণ প্রক্রিয়া চলার সময়ে ভোটারদের সঙ্গে ছবি তোলা নির্বাচন বিধি-বহির্ভূত। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠতে পারে, তাই ছবি তুলিনি।’

প্রসঙ্গত, চণ্ডীতলায় হেভিওয়েট প্রার্থীদের লড়াই হচ্ছে। বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের প্রার্থী পোড়খাওয়া নেতা মোহাম্মদ সেলিম, অন্যদিকে তৃণমূলের দুইবারের বিধায়ক স্বাতী খন্দকার।