ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দরিয়ার পার ঈদগাহ কমপ্লেক্সটি হবে কুমিল্লার শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন-হাজী  ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন
Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লা জেলার শাসনগাছা-মিরপুর সড়কের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাঝামাঝি স্থানে অবস্থিত দরিয়ার পাড় ঈদগাহ ও কবরস্থান। কুমিল্লা জেলার মধ্যে ঢাকার বাহিরে সর্ববৃহৎ এই ঈদগাহে প্রতিবছর প্রায় ৫০ হাজার মুসুল্লি ঈদের জামায়াতে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। আশপাশের দশ গ্রামের মুসল্লিদের অংশগ্রহণে বছরের দুটি ঈদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঈদগাহের পাশেই অবস্থিত ৪১০ ফুট দীর্ঘ বিশাল কবরস্থান। সংস্কারের অভাবে এবং পাশে বিশাল দিঘী থাকায় কবরস্থান ভেঙে যাচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নের রূপকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির আহবানে বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ার ঈদগাহ কমিটির অন্যতম সহ-সভাপতি এবং দরিয়ার পার ঈদগাহ কবরস্থান সংস্কার কমিটির আহ্বায়ক পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সমাজসেবক হাজী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এগিয়ে এসেছেন দরিয়ার পার এ স্থানটিকে দৃষ্টিনন্দন করতে। এক সাক্ষাৎকারে জয়নাল আবেদীন বলেন, দরিয়ার ঈদগাহ কমিটির সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহান রাজনীতিবিদ আব্দুল মতিন খসরু এমপি মহোদয়ের নির্দেশনায় ও পরামর্শে ইতিমধ্যে বিভিন্ন গ্রামের ধর্নাঢ্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় ঈদগাহ ও কবরস্থানের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। বিভিন্ন লোকজনের সহযোগিতায় আমি ৩৬২ ফুট লম্বা রিটার্নিং ওয়াল ৩২ ফুট মাটির নিচ থেকে পাথর ঢালাই করে কাজ সম্পন্ন করেছি। পুরো কবরস্থানটি মাটি ভরাট করে চারদিকে বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ শেষ পর্যায়ে আছে। ইতিমধ্যে প্রায় দেড় কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রামের প্রবাসী, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন   রড, সিমেন্ট, বালু, ইট ও নগদ অর্থ দিয়ে আমাকে সাহায্য করছেন। আমার সুযোগ্য সন্তান বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শরিফ মাহমুদ অপু দরিয়ার পার ঈদগা ও কবরস্থান উন্নয়নে আমাকে ব্যাপক সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। আমার ইচ্ছে আশপাশের দশ গ্রামের লোকজন ও মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা নিয়ে আমি দরিয়ার পার এলাকাটিকে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন স্থান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এব্যাপারে আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।