Published : Wednesday, 14 April, 2021 at 12:17 PM, Update: 14.04.2021 12:18:31 PM
কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা বিয়ে করেছেন।মঙ্গলবার রাতে পারিবারিকভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান পুতুল।
তার বর সৈয়দ রেজা আলী অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানে একটি ব্যাংকের চাকরির পাশাপাশি তিনি একজন সুরকার ও সংগীত পরিচালক। তার সুরে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন পুতুল।
ফেইসবুকে পুতুল লেখেন, “শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে। বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেওয়ার মতো বলিষ্ঠ পথিক যেন হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেন একইরকম সুরেলা থাকে, যেন ছন্দ না কাটে।
“যেন সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সংগীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেন সত্যি হয়।”
এর আগে ২০১৯ সালের ২০ মার্চ কানাডাপ্রবাসী ফটোগ্রাফার ইসলাম নুরুলকে বিয়ে করেছিলেন পুতুল। পরে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।
২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতে পথচলা শুরু হয় পুতুলের।