ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চুয়াডাঙ্গায় বাইক থেকে পড়ে নারী নিহত
Published : Wednesday, 14 April, 2021 at 1:01 PM
চুয়াডাঙ্গায় বাইক থেকে পড়ে নারী নিহতচুয়াডাঙ্গায় রাস্তায় গতিরোধকে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন।
সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, ঝিনাইদহের সাধুহাটি বাজারে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি এই দুর্ঘটনায় পড়েন।

নিহত খাদিজা খাতুন (৩২) চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

ওসি ফখরুল বলেন, খাদিজা তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে যশোর থেকে চুয়াডাঙ্গায় বাড়ি ফিরছিলেন। পথে গতিরোধকে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদিজা।

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ফখরুল।