ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেফাজতের কেন্দ্রীয় নেতা শরিফউল্লাহ’র ১ দিনের রিমান্ড
Published : Wednesday, 14 April, 2021 at 3:50 PM
হেফাজতের কেন্দ্রীয় নেতা শরিফউল্লাহ’র ১ দিনের রিমান্ড বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ’র একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি।