ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
Published : Wednesday, 14 April, 2021 at 7:37 PM
ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহতঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মোগড়াপাড়া ছোট সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– হবিগঞ্জ থানার বেকিটেকের আশারা গ্রামের মৃত ছোরত আলীর ছেলে সায়েদ মিয়া (৩০) এবং একই এলাকার মৃত করম আলীর ছেলে রহমত আলী (৩৭)।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে সায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ছোট সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক (ট-১৪-৮২০৭) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায়।  এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।