ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাতে নিখোঁজ, সকালে মিলল শিশুর গলাকাটা লাশ
Published : Saturday, 17 April, 2021 at 1:45 PM
রাতে নিখোঁজ, সকালে মিলল শিশুর গলাকাটা লাশ কিশোরগঞ্জের তাড়াইলে রিফাত (১২) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চর তালজাঙ্গা এলাকায় পাটখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিফাত ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে একটি মসজিদে তারাবির নামাজ পড়তে যায় শিশুটি। নামাজ পড়ে বাড়িতে এসে রাতের খাবার খায়। এরপর থেকে রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পাটখেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।