ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM
ফেনীর ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল আহমেদ (২৯) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।  
শনিবার ( ১৭ এপ্রিল) বিকেলে ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগ এলাকার এ দুর্ঘটনা ঘটে।
বন্ধু মাসুম মির্জা জানান, আমি আর সাইফুল মোটরসাইকেলে ফেনীর উদ্দেশ্যে রওনা দেই। কাজিরবাগ এলাকার চেয়ারম্যান নার্সারি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। এ সময় আমি লাফ দিয়ে রাস্তায় পড়ে গেলেও সাইফুল গিয়ে ধাক্কা খায় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে। পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ফুলগাজী সদর ইউনিয়নের কিসমত ঘনিয়া মোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে ইউনিয়ন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ইকবাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সাইফুলের মরদেহ মর্গে রয়েছে।