Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM, Update: 18.04.2021 12:45:28 AM

তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ভ্যাকু চাপা দিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার তিতাস উপজেলার নয়াকান্দি এলাকায় তিতাস নদীতে। সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ফয়সাল (২০) নামের ভ্যাকু শ্রমিককে ভ্যাকু চালক অহিদ চাপা দিয়ে হত্যা করে ঠিকাদারের লোকজন বাড়ির পাশের রাস্তায় লাশ ফেলে চেলে যায়।
নিহত ফয়সাল দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের সুরেরবাগ গ্রামের খলিল মিয়ার এক মাত্র ছেলে।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ নিহতের এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জণ্য মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় তিতাসের তিতাস নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদী খননের কাজ পেয়েছেন লুনা ট্রের্ডাস। আর সেই নদী খনন কাজের ভ্যাকু মেশিনের সহকারী ড্রাইভারের কাজ করতেন নিহত ফয়সাল। প্রতি দিনের মত শুক্রবারও সে কাজ করতে আসে অহিদ ড্রাইভারের সাথে।
এ ব্যাপারে ফয়সালের বাবা খলিল জানান, আমার একমাত্র ছেলেকে তারা পুর্ব শত্রুতার জের ধরে হত্যা করেছে। কারন তাদের সাথে ফয়সালের ঝগড়া হয়েছিল। এরই জের ধরে মালিক পক্ষ তাদের দুজনকেই কাজ থেকে বিদায় করে দিয়েছিল। তার পর সাব-কন্ট্রাকটর মাহফুজ ও তার শালা জসিম ও সাদ্দাম তাকে পুনরায় ফুসলিয়ে কাজে নিয়ে গিয়ে পুর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
সাব কন্ট্রাকটর মাহফুজকে জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না তবে তার পরিবারের খোঁজ নেয়ার চেস্টা করেছি। লাশ বাড়িতে পৌঁছে দিয়েছি।
অপর দিকে তিতাস নদী খননে ব্যাপক অনিয়ম হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এবিষয়ে জানতে ঠিকাদার সারওয়ারকে ফোন করলে তিনি বলেন, আমি ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী কাজ করতেছি। লুনা ট্রেডার্সের মালিক ফারুক হোসেনকে ফোন দিলে তিনি ফোন বন্ধ করে দেন। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভারপ্রাপ্ত মো. মামুন হাওলাদার বলেন, অনিয়মের বিষয়টি নিয়ে যারা সাইড দেখাশোনা করেন তাদের সাথে আলোচনা করবো।