সাংবাদিক আজাদের মা অসুস্থ দোয়া কামনা
Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদের মা শ্বাসকষ্ট নিয়ে লাকসাম সুরক্ষা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। তার সুস্থতা কামনা করে আবুল কালাম আজাদ সকলের নিকট দোয়া চেয়েছেন।
জানা যায়, গত ১০ দিন পূর্বে আজাদের মা কুসুম বেগমের শ্বাস কষ্ট দেখা দেয়। এসময় তাকে দ্রুত লাকসাম সুরক্ষা হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলেছেন তার ফুসফুস ৭৫ ভাগ ডেমেজ হয়ে গেছে। ডাক্তার ও সহযোগীগণ আন্তরিকভাবে তার সেবা প্রদান করছেন। তার এ রোগমুক্তি কামনায় আবুল কালাম আজাদ সকলের নিকট দোয়া কামনা করেছেন।