ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় ভয়াবহ পরিস্থিতি ভারতে, একদিনেই ২ লাখ ৬১ হাজার আক্রান্ত
Published : Sunday, 18 April, 2021 at 12:49 PM
করোনায় ভয়াবহ পরিস্থিতি ভারতে, একদিনেই ২ লাখ ৬১ হাজার আক্রান্ত কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ভারত। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর রোজ দেশটিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজারো মানুষ।

সবশেষ একদিনেই ভারতে ২ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা এ যাবৎকালে সবচেয়ে বেশি সংক্রমণের পরিসংখ্যান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৬১ হাজার ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে।  এতে করে দেশটিতে করোনার রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে।  সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেছে।

আর গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৫০১ জনের।  এ নিয়ে দেশটিত ১ লাখ ৭৭ হাজার ১৫০ জনের মৃত্যু হলো।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ৩৯ তম দিন পার করছে ভারত।

এদিন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়েছে, দেশে একটিভ করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬ জন। যা মোট সংক্রমিত রোগীর ১২ দশমিক ১৮ শতাংশ।  আর করোনায় সুস্থতার হার কমে ৮৬ দশমিক ৬২ শতাংশ হয়েছে।