পচা চাল পলিশ করে বাজারজাত, ব্যবসায়ীর জরিমানা
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
দিনাজপুরে পচা ও কমদামি চাল পলিশ করে বাজারজাত করার দায়ে খন্দকার শওকত আলী নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে শহরের বড়বন্দর রেল বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাগফারুল হাসান আব্বাসী।
এসময় ২৩ বস্তা পলিশ করা আতপ চাল জব্দ করা হয়।
আদালত সূত্র জানায়, পচা ও দুর্গন্ধযুক্ত চাল পুনরায় পলিশ করে বাজারে বেশি দামে বিক্রি করে আসছিলেন আদর্শ চাউল ঘরের স্বত্বাধিকারী খন্দকার শওকত আলী। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিজের অপরাধ স্বীকার করলে তাকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। এসময় ২৩ বস্তা আতপ চাল জব্দ করে আদালত। ওই ব্যবসায়ী ৪০ টাকায় চাল কিনে পালিশ করার পরে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি করতেন।
এ সময় দিনাজপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম ও সিএসিডি গুদামের ম্যানেজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।