ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবিবাহিত সেজে বিয়ে, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
প্রথম স্ত্রী ও সন্তানকে ভারতে রেখে সেই তথ্য গোপন করে অবিবাহিত সেজে নতুন করে বিয়ে করেন মানিকগঞ্জের বিচারপতি নুরুল ইসলাম কলেজের প্রভাষক (ইংরেজি) নারায়ণ চন্দ্র ম-ল।  পরে বিষয়টি জানতে পারেন দ্বিতীয় স্ত্রী জয়শ্রী পাল।  
এই ঘটনা সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য রবিবার (১৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালককে (কলেজ শাখা) নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আদেশে সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সদ্য জাতীয়করণ করা বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষক নারায়ণ চন্দ্র ম-ল তথ্য গোপন করে হিন্দু রেজিস্ট্রারের মাধ্যমে জয়শ্রী পালকে গত বছরের ৯ সেপ্টেম্বর বিয়ে করেন। পরবর্তীতে জয়শ্রী পাল জানতে পারেন নারায়ণ চন্দ্র বিবাহিত এবং স্ত্রী সন্তান ভারতে রেখে তথ্য গোপন করে অবিবাহিত সেজে জয়শ্রী পালকে বিবাহ করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চিঠিতে বলা হয়, জয়শ্রী পাল কলেজ গভর্নিং বডি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে কোনও প্রতিকার পাননি। শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত এক জন ব্যক্তি প্রতারণার আশ্রয় নেওয়া দৃষ্টান্তমূলক শাস্তির গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আবেদন করেন।  অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ঢাকা অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালককে (কলেজ) তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।  এমতাবস্থায় সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো।