চৌদ্দগ্রামে শিবির কর্মীদের হামলায় ছাত্রলীগ নেতা আহত, আটক ৩
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত শিবিরের প্রচার পত্র বিলিতে বাধা দেয়ায় শিবির কর্মীরা হামলা চালিয়ে মহিন উদ্দিন সজিব নামের এক ছাত্রলীগ নেতা কে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রাম মসজিদের সামনে এ ঘটনা ঘটে।্ এ ঘটনায় মহিন উদ্দিন সজিব বাদি হয়ে নয় জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিন শিবির কর্মীকে আটক শেষে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পাড়াগ্রাম মসজিদের সামনে গ্রেফতারকৃত শিবিরকর্মী আহছান উল্লাহ, রাজা মিয়া ও মীর হোসেন শিবিরের সাথী ফরম ও প্রচার পত্র বিলি করছিল। এ সময় ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন সজিব বাধা দিলে তারা সজিবকে পিটিয়ে গুরুত্বর যখম করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এস আই রাতুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ নেতা সজিবকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। পরে অভিযান চালিয়ে তাদের ঘর থেকে বিপুল পরিমান সাথী ফরম ও প্রচার পত্র উদ্ধার করে।এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, ‘গ্রেফতারকৃতরা জামাত শিবিরের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা হত্যার চেষ্টার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। অন্যাদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে’।