ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে অসহায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাব্রতীরা
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM, Update: 19.04.2021 1:14:19 AM
লাকসামে অসহায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাব্রতীরাস্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে লকডাউনে শ্রমিক সংকটে পড়া এক অসহায় কৃষকের বোরো ধান কেটে দিয়েছে মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গনাইজেশনের স্বেচ্ছাব্রতীরা। রবিবার (১৮ এপ্রিল) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের এক কৃষকের ধান কেটে তারা বাড়িতে পৌঁছে দেন।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পির নির্দেশনায় রোজা রেখে কাস্তে হাতে ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জোবায়ের আহমেদ, ভারপ্রাপ্ত সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহসিন আলম, সদস্য মাইনুল ইসলাম রাসেল, আল হাদী, স্বাধীন আলম, সজীব হোসেন, রায়হান হোসেন, ফরহাদ ফাহিম, আসাদ, পারবেজ হোসেন, রাউফ হোসেন,তপু, মেহরাজ হোসেন, রনি প্রমুখ।
সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, চলমান লকডাউনে কৃষকরা শ্রমিক সঙ্কটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন। মানবিক দিক বিবেচনায় গত বছরের ন্যায় এবারও আমরা ভিক্টোরির সদস্যরা অসহায় কৃষকরদের ধান কেটে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ক্যাপশন: লাকসামে রোজা রেখে অসহায় কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।