
মুত্তিয়া মুরালিধরনের ৪৯ বছর পূর্ণ হলো শনিবার। ক্রিকেট বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন তিনি। পরদিনই হাসপাতালে ভর্তি হতে হলো শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তিকে। চেন্নাইয়ের হাসপাতালে রোববার এনজিওপ্লাস্টি সম্পন্ন হলো আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বোলারের।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করছেন মুরালিধরন। টুর্নামেন্টে সানরাইজার্সের শুরুর ম্যাচগুলি হচ্ছে চেন্নাইয়ে।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবর, গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে। এর পরপরই আইপিএলের জন্য ভারতে চলে যান তিনি। চেন্নাইয়ে টুর্নামেন্ট চলার সময় খানিকটা ব্যথা অনুভব করায় আবার পরীক্ষা করান তিনি। চিকিৎসকরা তখন এনজিওপ্লাস্টির পরামর্শ দেন।
স্পোর্টস্টারকে সানরাইজার্সের প্রধান নির্বাহী কে শানমুগানাথন জানান, মুরালিধরন এখন বেশ ভালো আছেন এবং শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।
আবার দলে যোগ দেওয়ার আগে অবশ্য সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে মুরালিধরনকে।