ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে কৃষক লীগের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ
Published : Monday, 19 April, 2021 at 3:03 PM
মুরাদনগরে কৃষক লীগের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণমো. হাবিবুর রহমান, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে সোমবার কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কৃষকলীগের কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দরিদ্র কৃষক, সাধারণ জনগন ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান- উপজেলা নির্বাহী অফিস, উপজেলা স্বাস্থ্য বিভাগ, থানা ও প্রেসক্লাবে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পার্থ সারথী দত্ত, কৃষকলীগ নেতা শাহেদুল আলম শাহেদ, হানিফ মিয়া ও শামীম সরকার প্রমুখ। কৃষকলীগ নেতা পার্থ সারথী দত্ত বলেন, কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে বিভিন্ন কর্মর্সচি পালন করা হয়। বিশেষ করে দরিদ্র কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষের স্বাস্থ্য সুরক্ষার প্রতি বিশেষ নজর দিয়েছি। প্রয়োজনে এ কর্মসূচি অব্যাহত থাকবে।