
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১৯ এপ্রিল) ওই মাদ্রাসা ছাত্রীর মামা শামীম মিয়াজী বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।
আহতরা হলেন- চান্দিনা উপজেলার শালিখা গ্রামের জাহাঙ্গীর আলম মিয়াজীর ছেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের ছাত্র হাবিব উল্লাহ মিয়াজী ও তার ভাই প্রবাসী মুছা মিয়াজী। তারা উভয়ই ওই মাদ্রাসা ছাত্রীর মামাতো ভাই।
আহত মুছা মিয়াজী জানান- আমার ফুফাতো বোন গত কয়েকদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে। তারপর থেকে আমাদের এলাকার নবীর হোসেন মিয়াজীর ছেলে হানিফ মিয়াজী তাকে উত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে আমার ফুফুর ফোন নম্বরে ফোন করেও অশালীন কথা বলতে থাকে। বিষয়টি আমরা জানার পর রবিবার ইফতারের পর একটি চা দোকানের সামনে গিয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে উঠে ইভটিজার হানিফসহ তার সঙ্গীরা। এক পর্যায়ে তারা রড, ধারালো ছুড়ি দিয়ে আমদের আঘাত করতে শুরু করে।
পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- এ ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রীর মামা শামীম মিয়াজী ১২জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।