Published : Tuesday, 20 April, 2021 at 12:00 AM, Update: 20.04.2021 1:21:00 AM
স্টাফ রিপোর্টার: আনন্দ টিভি ও দৈনিক স্বদেশ প্রতিদিন সংবাদপত্রের কুমিল্লা জেলা প্রতিনিধি অসুস্থ সৈয়দ আহসান হাবিব পাখিকে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জানা যায়, আহসান হাবিব পাখি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ৩০ মার্চ কিডনী, ল্যাপারস্কপি স্পেশালাইজড হসপিটালে তার অপারেশন করা হয়। এতে খরচ হয় ৫ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও প্রতিদিন অসুস্থ সাংবাদিকের জন্য ৫ হাজার টাকার ঔষধের জন্য ব্যয় করতে হচ্ছে। এই ব্যয় বহুল অর্থ ব্যয় করা অসুস্থ সাংবাদিক আহসান হাবিব পাখির পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। পরে আর্থিক সহায়তা চেয়ে গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ইমেইলে একটি আবেদন করেন। আবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসলে তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কুমিল্লা জেলা প্রশাসককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। পরে গতকাল (১৯ এপ্রিল) সোমবার সাংবাদিক আহসান হাবিব পাখির কুমিল্লা নগরীর গর্জনখোলাস্থ বাসায় গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নিজ হাতে ৩০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।