কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটজ
Published : Tuesday, 20 April, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লা
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম পৃথক ৩টি অভিযান গোপন সংবাদের
ভিত্তিতে চালিয়ে ২০ কেজি গাঁজা, ২শত বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল সহ ৬ জন
মাদক ব্যবসায়ীকে আটক করে। গত রোববার রাত সাড়ে ৭ টায় জেলা ডিবি পুলিশের
পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই মোঃ শাহীন কাদির সঙ্গীয়
ফোর্স সহ সদর দণি উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় থেকে ১০ কেজি গাঁজা
সহ দুই জনকে আটক করে। অপর দিকে আরো দুটি অভিযানে রোববার ভোরে সদর দণি
উপজেলার রামপুর লালবাগ গ্লোবাল ডেইরি ফার্মের সামনে থেকে এবং সদর দেিণর
ভাটপাড়াএলাকা হতে ২০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীদের আটক করে।
ডিবি
পুলিশের পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়া জানান আটক মাদক ব্যবসায়ীরা হল
জেলার দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের হারু অর রশিদ এর ছেলে
.আনিসুর রহমান (৩০) একই উপজেলার দয়া পাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে মোহাম্মদ
মাইনুদ্দিন ১০ কেজি গাঁজা সহ আটক করা হয়।
অপর অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী হলো ফারুক ইসলাম , কামাল হোসেন ও আব্দুল মান্নান।
২শত
বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী হল জেলার সদর দণি উপজেলার দরিবঠগ্রামের
সোলমানের ছেলে মোহাম্মদ সাব্বির হোসেন (২০)। এঘটনায় পৃথক পৃথক মাদক আইনে
মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে
প্রেরন করা হয়েছে।