সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে আমানুল্লাহ আমান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার (২১ এপ্রিল) রাতে কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। গ্রেফতার আমানুল্লাহ আমান উপজেলার বিয়ালা মধ্যে পাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
পুলিশ জানায়,আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু তার ফেসবুকে রফিকুল ইসলাম মাদানী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হক-কে নিয়ে একটি পোস্ট করেন। তার ওই পোস্টে আমানুল্লাহ আমান নামের ফেসবুক আইডি থেকে ময়নুল ইসলাম সাজুর পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পরবর্তীতে এলাকায় এটি ভাইরাল হয়। এ ঘটনায় কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে অভিযোগ করলে কালাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে থানায় মামলা দায়ের হলে ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।