ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টেস্টে ১১তম সেঞ্চুরি মুমিনুলের
Published : Thursday, 22 April, 2021 at 12:56 PM
টেস্টে ১১তম সেঞ্চুরি মুমিনুলেরশ্রীলঙ্কা নিজের ১১তম টেস্ট সেঞ্চুরিটি করেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। দেশের বাইরে এটি মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। পাল্লেকেলে টেস্টের প্রথম দিন নামের পাশে ৬৪ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন মুমিনুল হক। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেটিকে শতকে পরিণত করেন তিনি। এ সেঞ্চুরি করতে ২২৪ বল খরচ করেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুমিনুলের চতুর্থ সেঞ্চুরি এবং দেশের বাইরে প্রথম। নাজমুল হোসেনকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ জুটিও গড়েছেন মুমিনুল। কাল ১৫০ রানের জুটি গড়ে আজ সকালে সেটিকে ২০০ রানের ঘরের নিয়ে যান। ডাবল সেঞ্চুরির জুটিতে বড় অবদানটা ছিল গতকাল টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা নাজমুলেরই।
মুমিনুল মাত্র ৪৩ টেস্টে ৭৯ ইনিংস খেলেছেন। সেঞ্চুরি করেছেন ১০টি। শ্রীলঙ্কার বিপক্ষে কাল করা ফিফটি মুমিনুলের ১৪তম টেস্ট ফিফটি।