Published : Friday, 23 April, 2021 at 12:00 AM, Update: 23.04.2021 12:50:41 AM
![দেশের প্রথম নেতৃত্ব বিষয়ক প্রতিষ্ঠান বিওয়াইএলসি দেশের প্রথম নেতৃত্ব বিষয়ক প্রতিষ্ঠান বিওয়াইএলসি](https://www.comillarkagoj.com/2021/04/23/1619117284.jpg)
দেশের প্রথম নেতৃত্ব বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) বিগত ১২ বছর ধরে নেতৃত্ব চর্চা, পেশাগত উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক প্রশিণের মাধ্যমে বাংলাদেশি তরুণদের সরকারি, বেসরকারি ও বেসামরিক খাতে দ করে গড়ে তুলতে সহায়তা করছে। দেশের তরুণদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ল্েয বিভিন্ন আর্থ-সামাজিক এবং শিা মাধ্যম থেকে উঠে আসা তরুণদের একত্রিত করে নেতৃত্ব চর্চার সুযোগ প্রদান ও একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দতাসমূহ অর্জনে সহায়তা করছে বিওয়াইএলসি।
বর্তমানে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ চলাকালীন সময় তরুণদের নিজ নিজ কম্ফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নেতৃত্ব চর্চার মাধ্যমে সংকট মোকাবেলায় অংশগ্রহণে অনুপ্রেরণা দিচ্ছে বিওয়াইএলসি। কেননা, বিওয়াইএলসি বিশ্বাস করে ‘মতা এবং নেতৃত্ব’ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। নেতৃত্ব কোনো পদবী নয় বরং একটি প্রক্রিয়া যেটি মানুষকে তাদের অবস্থা পরিবর্তনের জন্য একটি সুনির্দিষ্ট ল্েয অনুপ্রাণিত করে। বিওয়াইএলসি এও বিশ্বাস করে যে, দেশের প্রতিটি মানুষের পে তাদের নিজ নিজ জায়গা থেকে নেতৃত্বচর্চা করা সম্ভব। আর দেশের তরুণদের জন্য এমনই কিছু সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বিওয়াইএলসি, যেন তারা নেতৃত্ব চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
বিওয়াইএলসি ২০০৮ সালের জানুয়ারি মাসে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র ইজাজ আহমেদ-এর হাত ধরে যাত্রা শুরু করে। ইজাজ আহমেদ এমন একটি নেতৃত্ব প্রশিণ কার্যক্রমের কথা চিন্তা করেছিলেন যা বিভিন্ন অবস্থান থেকে উঠে আসা তরুণদের নেতৃত্ব গুণাবলীর পাশাপাশি তাদের নাগরিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। ইজাজ আহমেদ এবং তৎকালীন এমআইটি বিশ্ববিদ্যালয়ের শিার্থী সাম্মি কদ্দুস বিওয়াইএলসির প্রথম নেতৃত্ব প্রশিণ কার্যক্রম বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি)'র পরিকল্পনা করেন যা ২০০৮ সালের ক্যাথ্রিন ডেভিস শান্তি পুরস্কার পায়। ২০০৯ সালের শুরুর দিকে বিওয়াইএলসি বাংলাদেশের জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে নির্দলীয় ও অলাভজনক সংগঠন হিসেবে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিওয়াইএলসি ইংরেজি, বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিার্থীদের নিয়ে কাজ করার মাধ্যমে এমন একটি সার্বজনীন প্ল্যাটফর্ম গড়ে তুলেছে যেখানে তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও মুল্যবোধ গঠনের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আঙ্গিকে অভিজ্ঞ শিণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রোগ্রামগুলোতে নের্তৃত্ব চর্চার পাশাপাশি একুশ শতকের দতা যেমন বিশ্লেষণধর্মী ভাবনা, সৃজনশীলতা, সমস্যা সমাধান, টিমওয়ার্ক ও কমিউনিকেশন স্কিল ইত্যাদি গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর হতে বিগত ১২ বছরে বিওয়াইএলসি বাংলাদেশের বিভিন্ন সনামধন্য শিা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজারের অধিক তরুণদের নেতৃত্ব প্রশিণ প্রদান করেছে যার মধ্যে অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং অলাভজনক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। দেশব্যাপী তরুণদের মূল্যবোধ, দতা ও কর্মসংস্থান নিশ্চিতকরণে বিওয়াইএলসির এই কার্যক্রম অব্যাহত থাকবে।