ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা কুমিল্লা
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: আজ (সোমবার) থেকে কুমিল্লায় দোকানপাট, শপিং কমপ্লেক্স খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুমিল্লার সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক তা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত কুমিল্লার সকল দোকান পাট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণার পর রোববার থেকে সারা দেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। সে অনুযায়ী গতকাল রোববার নির্ধারিত সময়ে কুমিল্লার সকল দোকানপাট খোলা ছিলো। পরে রাতে আরেক বার্তায় জানানো হয় সোমবার থেকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত কুমিল্লায় দোকানপাট, শপিং কপ্লেক্স খোলা থাকবে।