Published : Monday, 26 April, 2021 at 12:00 AM, Update: 26.04.2021 2:20:03 PM
নিজস্ব
প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবা
দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকার
(কুমিল্লা-১০) তিনটি সরকারি হাসপাতালে দুইটি করে নিবিড় পরিচর্যা কেন্দ্র
(আইসিইউ) চালু করা হয়েছে। মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আবুল খায়ের গ্রুপের
সহযোগিতায় রবিবার থেকে জেলার সদর দক্ষিণ, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স এবং লালমাই উপজেলার বাগমারা হাসপাতালে আইসিইউ চালুসহ পর্যাপ্ত
চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়।
সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা
গেছে, জেলার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যার হাসপাতালে দুইটি আইসিইউ
শয্যা, দুইটি হাইফো নেজাল ক্যানুলা, তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর, একটি
বাইপেপ ও একটি সিপেপ ভেন্টিলেটর, ১২টি সিলিন্ডার সম্বলিত সেন্ট্রাল
অক্সিজেন, ইসিজি ও এক্সরে মেশিন, দশটি অত্যাধুনিক পেশেন্ট মনিটর, একটি
অটোকেভ মেশিন, একটি লেরিঙ্গোস্কোপ মেশিন, দুইটি বৈদ্যুতিক সাকার মেশিন ও
দশটি স্পেশাল শয্যা স্থাপন করা হয়েছে। এখানে করোনা আক্রান্তদের চিকিৎসার
জন্য ১২ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সদর দক্ষিণ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি
করে আইসিইউ স্থাপনসহ প্রায় একই চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।
কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ‘কুমিল্লা-১০
আসনের এই তিনটি হাসপাতালে অর্থমন্ত্রীর উদ্যোগে ও আবুল খায়ের গ্রুপের
সহযোগিতায় রবিবার থেকে করোনা আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ শয্যা
এবং হাইফো অক্সিজেন সেবা চালু করা হয়েছে। এতে প্রতিটি উপজেলার রোগীরা
গ্রামে থেকে নিজ নিজ উপজেলা হাসপাতালে সেবা নিতে পারবেন।’
নাঙ্গলকোট
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ‘এখানে আইসিইউ পরিচালনার
জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীরা
নিজ এলাকায় থেকে উন্নত চিকিৎসা সেবা পাবে বলে আশা করছি।’