ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: সোমবার বন্ধ হিলি স্থলবন্দর
Published : Monday, 26 April, 2021 at 12:57 PM
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: সোমবার বন্ধ হিলি স্থলবন্দর ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার আমদান- রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরের পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আজ সোমবার। এই কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাণিজ্য বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পাঠানোর কাজ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার থেকে যথা নিয়মে আবারও আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।