ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লরির পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
Published : Monday, 26 April, 2021 at 1:02 PM
লরির পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহতমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় লরির পিছনে মালবাহী ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. মাসুদ এবং হেলপার সালাহউদ্দিন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, কুমিল্লা থেকে লরিটি ঢাকা যাচ্ছিল। পথে বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় ঢাকামুখী মালবাহী ট্রাক পেছন থেকে ওই লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে মালবাহী ট্রাকচালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।