ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পদ্মায় ধরা পড়ল ৪৯ কেজির কাতলা
Published : Monday, 26 April, 2021 at 2:32 PM
পদ্মায় ধরা পড়ল ৪৯ কেজির কাতলামুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে ৪৯ কেজির একটি কাতলা মাছ ধরা পড়েছে জেলেদের জালে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টায় মাওয়া মৎস্য আড়ত থেকে ৬৮ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

জানা যায়, রোববার (২৫ এপ্রিল) মধ্যরাতে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। ভোরে মাওয়া মৎস্য আড়তে আনা হয় মাছটি। ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ সভাপতি জেলে শামছুল বেপারী এ মাছটি শিকার করেন।

মৎস্য আড়তদার মোকলেসুর ৬৩ হাজার ৭০০ টাকা দিয়ে ক্রয় করেন এ মাছটি। মাছটি ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে।

আড়তদার মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ঢাকার ইসরাক তমাল চৌধুরী নামের স্কয়ার ও শিপিং ব্যবসায়ীরা তাদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করা দেয়া হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এখন নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে। যার কারণে ডিম পাড়তে এসব মাছ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলাচল করে। এমন সময় জেলেদের জালে ৪৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।