ভারতের রাজধানী দিল্লিতে ১৮ বছর বয়সীদের বিনামূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দেশটিতে আগামী শনিবার থেকে প্রাপ্তবয়স্কদের সার্বিক টিকাকরণ শুরু হচ্ছে।
এর আগে আজ সোমবার বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টি ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি করোনা পরিস্থিতি নিয়ে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। আজ ১ কোটি ৩৪ লক্ষ টিকা কেনায় ছাড়পত্র দিয়েছি আমরা। যত শীঘ্র সম্ভব সেগুলো হাতে পাওয়ার এবং সকলকে দেওয়ার সব রকম চেষ্টা করব আমরা।’
তবে কেজরীওয়ালের এই ঘোষণা শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোর জন্যই। একমাত্র সরকারি হাসপাতালেই বিনামূল্যে করোনার টিকা পাওয়া যাবে। বেসরকারি হাসপাতালে টিকা নিতে গেলে, টাকা দিয়েই কিনতে হবে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮শ’য়ের বেশি প্রাণ গেছে দেশটিতে। গত একদিনে তিন লাখ ৫৫ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা ২৮ লাখ ১৪ হাজারের ওপর। এক সপ্তাহেই সাড়ে ২২ লাখের মতো নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে, যা বিশ্বে মহামারীর শুরু থেকে এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড। এছাড়াও গত ৭ দিনে মৃত্যুহার বেড়েছে ৮৯ শতাংশ। রবিবার কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮৩২ জনের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি।
করোনায় ভারতের মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার। আক্রান্ত ১ কোটি ৭৩ লাখের বেশি।