ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনার হানা এবার মোদির পরিবারে
Published : Wednesday, 28 April, 2021 at 2:02 PM
করোনার হানা এবার মোদির পরিবারেকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি নরমাদাবেন মোদি।

মঙ্গলবার আহমেদাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে দশ দিন আগে আমাদের চাচি নরমাদাবেনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

৮০ বছর বয়সী নরমাদাবেন আহমেদাবাদের নিউ রানিপ এলাকায় সন্তানদের সঙ্গে বসবাস করতেন। নরেন্দ্র মোদির বাবা দামোদরদাসের ছোট ভাই জগজীবনদাসের স্ত্রী ছিলেন তিনি।

এদিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ২৯৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি।  সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ করোনা পরীক্ষা হওয়া ৫ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশটিজুড়ে চলছে টিকাদান কর্মসূচি।