ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিয়মিত নিম্ন আদালত ও ৩৫ ভার্চুয়াল বেঞ্চ চেয়ে মানববন্ধন
Published : Wednesday, 28 April, 2021 at 2:23 PM
নিয়মিত নিম্ন আদালত ও ৩৫ ভার্চুয়াল বেঞ্চ চেয়ে মানববন্ধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সুপ্রিম কোর্টের সব আইনজীবীদের আর্থিক সহযোগিতা ও উৎসব ভাতার জন্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশনে) আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

আইনজীবী মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী নিজে আবেদনের বিষয়টি বুধবার (২৮ এপ্রিল) নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে গত এক বছর ধরে নিয়মিত আদালত না চলায় আইন পেশা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। হাইকোর্টের নিয়মিত কার্যক্রম না চলা এবং ভার্চুয়ালে যেসব বেঞ্চ চালু থাকার কথা সেগুলো নিয়মিত না থাকায় আইনজীবীরা ঠিকমতো কাজ করতে পারেনি।

এদিকে, চলমান ‘সর্বাত্মক লকডাউনে’ আগের মতো হাইকোর্টের ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ ও নিয়মিত নিম্ন আদালত চালুর জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মঙ্গলবার (২৭ এপ্রিল) এক মানববন্ধনে পরিষদের নেতারা এ আহ্বান জানান।

আইনজীবীরা বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অনেক আইনজীবী মারা গেছেন। এখনও হাজার হাজার আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা ইতোমধ্যে জেনেছি বিভিন্ন বার থেকে আইনজীবীদের সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। ওসব বারের নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউ এবং লকডাউনে বহু আইনজীবী মানবেতর জীবনযাপন করছে আর এখন সামনে ঈদ-উল-ফিতর আসন্ন। তাই পরিস্থিতি বিবেচনা করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব আইনজীবীদের উৎসব ভাতা প্রদানের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতি আহ্বান জানাচ্ছি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। নির্ধারিত এই সময় শেষের আগে ২০ এপ্রিল তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

চলাচলে বিধিনিষেধের মধ্যে ১২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সপ্তাহে তিন দিন এবং চেম্বারজজ আদালত দুই দিন ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকাজ চলছে। এ পদ্ধতিতে হাইকোর্টে পৃথক ছয়টি বেঞ্চে বিচারকাজ চলছে। এমন প্রেক্ষাপটে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে একদল আইনজীবী ওই মানববন্ধন করেন।
সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আইনজীবী ইউনুছ আলী আকন্দ, জুলহাস উদ্দিন আহমাদ, মো. মোজাম্মেল হক ও পরিষদের সদস্যসচিব রফিকুল হক তালুকদার প্রমুখ অংশ নেন।

মানববন্ধনে মোমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘হাইকোর্ট বিভাগের ৩৫টি বেঞ্চ ভার্চ্যুয়াল কার্যক্রমের সক্ষমতা অর্জন করেছে। এখন কেন ছয়টি কোর্ট তা বোধগম্য নয়। প্রধান বিচারপতির কাছে নিবেদন, অবিলম্বে হাইকোর্ট বিভাগে ৩৫টি ভার্চ্যুয়াল কোর্ট চালু করতে হবে। নিম্ন আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। নিম্ন আদালতে নিষেধাজ্ঞার আবেদনের শুনানি হচ্ছে না।’

নিম্ন আদালতে নতুন দেওয়ানি-ফৌজদারি মামলা করা যাচ্ছে না বলে উল্লেখ করে মোমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘প্রধান বিচারপতির কাছে নিবেদন, নিম্ন আদালতকে সচল করুন। নিম্ন আদালতে যাতে অ্যাকচুয়াল কোর্ট নিয়মিত আদালত চালু হয়—সেই নিবেদন রাখছি।’