শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজের প্রথম খেলায় ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে দাপট দেখানোয় দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম টেস্টের দলই খেলবে সিরিজের দ্বিতীয় টেস্টে।
আগামীকাল থেকে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু। এই টেস্টকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
দ্বিতীয় টেস্টের দলে আছেন : মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।