চীনের দক্ষিণপশ্চিমের গুয়াংশিতে এক ব্যক্তি ছুরিহাতে হামলা চালিয়ে ১৬ শিশুসহ মোট ১৮ জনকে আহত করেছে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে গুয়াংশির বাইলিউ নগরীতে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
হামলায় আহত বাকি দুইজন ওই কিন্ডারগার্টেনের শিক্ষক।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।