কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
Published : Wednesday, 28 April, 2021 at 6:08 PM
সৌরভ মাহমুদ হারুন।।
বুধবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলমপুর এলাকায় জেলা ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায় বুধবার সকাল ৮টায় জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই মোঃ শাহীন কাদির সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার আলমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ডিবি পুলিশ একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই জন মাদক ব্যবসাশীকে আটক করে। আটকৃত মাদক ব্যবসায়ীরা হল জেলায় সদর দক্ষিণ উপজেলার দড়িবাট গ্রামের (সুরুজ মিয়ার বাড়ির) মোঃ নাসির উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (২৭) এবং একই এলাকার (সুলতান মহুরীর বাড়ির) মৃত্যু শফিকুল ইসলাম এর ছেলে মোঃ ইউনুস (২৮)। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। বুধবার দুপুরে কুমিল্লা কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।