করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবেলায় খাবি খেতে থাকা ভারতের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র অক্সিজেন সিলিন্ডার, মাস্কসহ ১০ কোটি ডলারেরও বেশি মূল্যমানের সহায়তা পাঠাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার থেকে এসব সহায়তা সামগ্রী ভারতে পৌঁছানো শুরু হবে বলে বুধবার হোয়াইট হাউসের দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগামী সপ্তাহ পর্যন্ত কয়েক ধাপে এসব সামগ্রী দেশটিতে পৌঁছাবে। এসব সামগ্রীর মধ্যে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক ও ১০ লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট রয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের ক্রয়াদেশ দেওয়া অ্যাস্ট্রাজেনেকার কিছু টিকাও ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর ফলে শনাক্ত রোগীর তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারত দুই কোটিরও বেশি ডোজ টিকা পাবে বলে ধারণা করা হচ্ছে।
“মহামারীর প্রথম দিকে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো যখন তীব্র চাপে ছিল, তখন যেমন ভারত সহায়তা পাঠিয়েছিল; যুক্তরাষ্ট্রও তেমনি তাদের এ প্রয়োজনের সময়ে সাহায্য করতে দৃঢ়প্রতিজ্ঞ,” সহযোগিতার রূপরেখার বিবরণ দিতে গিয়ে এমনটাই বলেছে হোয়াইট হাউস।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত বুধবারই মহামারীরতে দুই লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলক পার করেছে। হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট থাকায় দিন দিন দেশটির মহামারী পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে।
এটি বিশ্বজুড়ে দৈনিক শনাক্তের আরেকটি রেকর্ড। এই নিয়ে টানা আট দিন ধরে ভারতে তিন লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হল।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যাও এক কোটি ৮৩ লাখ ছাড়িয়ে গেল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।