![বিরতির আগে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ বিরতির আগে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ](http://comillarkagoj.com/2021/04/29/1619680323.JPG)
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র হয়েছিল। আজ বৃহস্পতিবার পাল্লেকেলেতেই শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিরতির আগে ২৭ ওভারে ৬৬ রান করেছে শ্রীলঙ্কা।
বিরতির আগে কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। করুনারত্নের একটা সহজ ক্যাচও ছেড়েছেন নাজমুল হোসেন। বিরতির পর সেই ক্ষতি বাংলাদেশি বোলারটা কাটিয়ে উঠতে পারে কী না সেটিই এখন দেখার।
দ্বিতীয় টেস্টে ইবাদত হোসেনের জায়গায় অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। শ্রীলঙ্কার হয়ে এই টেস্টে অভিষেক হয়েছে প্রবীন জয়াবিক্রমের।