ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জার্মানিতে ৪ রোগীকে হত্যার দায়ে হাসপাতালের নারীকর্মী আটক
Published : Thursday, 29 April, 2021 at 1:14 PM
জার্মানিতে ৪ রোগীকে হত্যার দায়ে হাসপাতালের নারীকর্মী আটকজার্মানির বার্লিন শহরের পাশে একটি হাসপাতালে চার রোগীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এ ঘটনার পর হাসপাতালটির ৫১ বছর বয়সী এক নারীকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের।
 
ওবার্লিন নামে একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বান্ডেনবুর্গ রাজ্য পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, খবর পেয়ে স্থানীয় সময় রাত ৯টার একটু আগে হাসপাতালটিতে যায় পুলিশ।পুলিশ সেখানে গিয়ে চার ব্যক্তিকে মৃত ও এক ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় পান।
 
তিনি আরও জানান, হতাহতদের শরীরের ক্ষত থেকে সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে পুলিশ ইঙ্গিত পায়। এসব হত্যাকাণ্ডের জন্য ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে ৫১ বছর বয়সি ওই নারীকে আটক করা হয়েছে।

১৬০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি মূলত একটি অর্থোপেডিক হাসপাতাল, এখানে চিকিৎসক ও নার্সসহ ৩০০ কর্মী কর্মরত আছেন।