মিয়ানমারে দুই বিমান ঘাঁটিতে হামলা
Published : Thursday, 29 April, 2021 at 1:22 PM
![মিয়ানমারে দুই বিমান ঘাঁটিতে হামলা মিয়ানমারে দুই বিমান ঘাঁটিতে হামলা](http://comillarkagoj.com/2021/04/29/1619681012.JPG)
মিয়ানমারের দুই বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ওই হামলা চালানো হয়। তবে কে বা কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।
বৃহস্পতিবার সকালে একটি ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং অপর ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।