মাত্র দুই মাস বারো দিন বয়সী এক কন্যা শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। তার নাম সাহিরা ইসলাম তানাজ। কুমিল্লা শহরের রেইসকোর্স কাঠেরপুল এলাকার চিকিৎসক সাইফুল ইসলাম সাইফের মেয়ে সে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এই বয়সী শিশুর করোনা আক্রান্ত হওয়ার রেকর্ড নেই বলে জানা গেছে। গত ২৩ এপ্রিল শিশুটির উপসর্গ দেখা দেয় এবং জ্বর সর্দি ও পাতলা পায়খানা হয়। ২৭ এপ্রিল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার করোনা পরীক্ষা হয়। ২৯ এপ্রিল রিপোর্ট পজেটিভ আসে।
নোয়াখালী পপুলার হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম সাইফ জানান, আমার শাশুড়ি মিলন আক্তার প্রথমে করোনায় আক্রান্ত হন। একারনে শিশু তানাজ আক্রান্ত হয়ে থাকতে পারে। তানাজের জ্বর, সর্দি ও পাতলা পায়খানা দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রেপিড এন্টিজেন টেস্ট করা হয়। এতে তার পজেটিভ আসে। পরে পিসিআর টেস্টে পজেটিভ এসেছে বলে কুমিল্লা সিভিল সার্জন অফিস ও আইইডিসিআর থেকে ফোন করে জানিয়েছে। তারা বলেছে এতো কম বয়সে করোনা আক্রান্ত হওয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে নেই।
চিকিৎসক ডা. সাইফুল ইসলাম সাইফ আরো জানান, ফেব্রুয়ারির ১৯ তারিখে সে জন্ম গ্রহণ করে। আমি যেহেতু চিকিৎসক সেহেতু পাতলা পায়খানা দেখে আমার সন্দেহ হয়। তখন আমি টেস্টের জন্য পাঠাই। শিশু বাচ্চা দেখে প্রথমে টেস্টও করতে আগ্রহ দেখায় নি। পরে আমি অনুরোধ করে টেস্ট করাই। বাচ্চার মায়ের করোনা নেগেটিভ এসেছে। কিন্তু তানাজের করোনা পজেটিভ।
তানাজের বাবা ডা. সাইফুল ইসলাম সাইফ আরো জানান, লক্ষণ উপসর্গের জন্য যে চিকিৎসা তা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফিরোজের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। এছাড়া শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা দেয়া হচ্ছে।