ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খালে ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে মারা গেলেন নানিও
Published : Saturday, 1 May, 2021 at 7:16 PM
খালে ডুবন্ত নাতিকে বাঁচাতে গিয়ে মারা গেলেন নানিওগোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে নানি ও নাতির মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর কান্দির প্রধানিয়া বাড়িতে শনিবার দুপুর সাড়ে ১২টার এ ঘটনা ঘটে।

নিহত নানির নাম - মমতাজ বেগম (৬৫) ও নাতি মো. শাহফিন (৭)। নিহত মমতাজ বেগম ওই বাগির বারেক প্রধান মিয়ার স্ত্রী। শিশু
শাহফিনের পিতার নাম জাহিদ হোসেন।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন আমাকে ফোন করে ঘটনার বিষয়টি জানিয়েছে। মমতাজ বেগম ও তার নাতি শিলারচর খালে গোসল করতে যায়। গোসল করতে নেমে প্রথমে নাতি খালের মাঝখানে গভীর পানিতে ডুবে যায়, তাকে বাঁচাতে গিয়ে নানি একই স্থানে ডুবে যায়। আশপাশের লোকজন দেখে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চেয়ারম্যান আরো বলেন, নিহত নানি ও নাতির মরদেহ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ওই বাড়িতেই তাদেরকে দাফন করা হবে। একসঙ্গে নানী-নাতির মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে।