![শাহরুখের দল ছেড়ে দিলেন ব্র্যাভো শাহরুখের দল ছেড়ে দিলেন ব্র্যাভো](http://comillarkagoj.com/2021/05/02/1619941303.JPG)
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর শুরু হচ্ছে ২৮ আগস্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো সিপিএলেও দল আছে বলিউড তারকা শাহরুখ খানের। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স চারবার শিরোপা জিতেছে, এর মধ্যে তিনবারই দলের নেতৃত্ব দিয়েছেন ডোয়াইন ব্রাভো। গত আসরে শিরোপা জেতার সময় দলটির সহ-অধিনায়ক ছিলেন তিনি।
এ বছর আর শাহরুখের দলে থাকছেন না ব্রাভো। সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে নাম লিখিয়েছেন তিনি। তার বদলে সেইন্ট কিটস থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন।
এক বিবৃতিতে ৩৭ বছর বয়সী ব্রাভো জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটা নতুন চ্যালেঞ্জ প্রয়োজন ছিল। যা হলো তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অবদান রাখা। সেইন্ট কিটসের অংশ হয়ে সিপিএলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি আমি। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ধন্যবাদ জানাই। তারা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ক্রিকেটের বাইরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জন্য তারা যা করেছে, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছি'।