ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশাল লিড ছুঁড়ে শ্রীলংকার ইনিংস ঘোষণা
Published : Sunday, 2 May, 2021 at 1:51 PM
বিশাল লিড ছুঁড়ে শ্রীলংকার ইনিংস ঘোষণা৪০০ রানের লিড ছাড়িয়ে লাঞ্চবিরতি বিরতিকে গিয়েছিল শ্রীলংকা। বিরতির দুই ওভার আগে ৬ষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা।

আর লাঞ্চবিরতির পর মাঠে নেমেই ৩ উইকেট হারাল শ্রীলংকা। সুরেঙ্গা লাকমাল আউট হওয়ার সঙ্গেসঙ্গে অলআউটের তকমা জুড়তে চাইলেন না লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নে।

ইনিংস ঘোষণা করে দিলেন। অর্থাৎ ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে থামল শ্রীলংকা। সে হিসেবে গতকালের ২৪২ রান যোগ করে শ্রীলংকা লিড পেল ৪৩৬ রানে।

গতকালই ৪০০ রানের লিড নেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছিল শ্রীলংকা শিবির থেকে। আর সেই পরিকল্পনায় সফল স্বাগতিকরা।
 
এজন্য আজ দিনের শুরু থেকেই মারমুখী খেলেছেন লংকান ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ১৯৪ রান জমা করতে শ্রীলংকা খেলেছে ৪২.২ ওভার। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়েছে দলটি। কিন্তু রান জমা করেছে  ৬৩!